দাম বেশি রাখায় ৯ মাংস ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশিত : ২২:৪৯, ১৮ মে ২০১৮
নির্দিষ্ট দামের চেয়ে বেশি রাখায় রাজধানীতে ৯ মাংস বিক্রেতাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সিটি করপোরেশন মাংসের মল্যে নির্ধারণ করে দিলেও অনেকে বাড়তি দামে বিক্রি করছে।
শুক্রবার রাজধানীর ধানমন্ডি ও হাতিরপুল এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে অভিযানে ছিলেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১ এর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
এর আগে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্ধারিত মূল্য অনুযায়ী, রোজায় দেশি গরুর মাংস ৪৫০ এবং বিদেশি গরুর মাংস সর্বোচ্চ ৪২০ টাকা বিক্রি করা যাবে। এছাড়া খাসির মাংস প্রতি কেজি ৭২০, মহিষের মাংস ৪২০ এবং ভেড়া ও ছাগির মাংস ৬০০ টাকা নির্ধারণ করা হয়।
এসি
আরও পড়ুন