ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

কোটা সংস্কারের আন্দোলনে সংঘর্ষ: তদন্ত প্রতিবেদন ৫ সেপ্টেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৫, ২৩ জুলাই ২০১৮

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা চার মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৫ সেপ্টেম্বর দাখিলের দিন ধার্য করা হয়েছে।

আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই তারিখ ধার্য করেন। গত ৮ এপ্রিল চাকরি ক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলন চলাকালে দায়িত্বরত পুলিশকে মারধর, কর্তব্যকাজে বাধা, পুলিশের ওয়াকিটকি ছিনতাই ও উপাচার্যের (ভিসি) বাড়ি ভাঙচুরের অভিযোগে শাহবাগ থানায় ১০ এপ্রিল চারটি মামলা করা হয়।

এর মধ্যে পুলিশ বাদী হয়ে করে তিন মামলা। আর উপাচার্যের বাসভবনে ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এস এম কামরুল আহসান বাদী হয়ে আরো একটি মামলা  করেন। কোনো মামলায়ই আসামিদের নাম উল্লেখ করা হয়নি।

তবে সেই মামলায় ইতিমধ্যে কোটা আন্দোলনের নেতা রাশেদ, ফারুক হোসেন, সুহেলসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি