ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

নেত্রকোণায় হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, ১৯ জনের যাবজ্জীবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৪, ২৪ জুলাই ২০১৮

নেত্রকোণায় ডাকাতি করতে গিয়ে একজনকে হত্যার দায়ে তিন আসামির প্রাণদণ্ড এবং ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

আজ মঙ্গলবার নেত্রকোণা জেলা ও দায়রা জজ এ কে এম রাশেদুর জামান রাজার আদালত এ রায় দেন। সাত বছর আগে (২০১১ সালে ৪ সেপ্টেম্বর রাতে) খালিয়াজুড়ি উপজেলার আদমপুর গোয়ালবাড়ি গ্রামে ডাকাতি করতে গিয়ে এ ঘটনা ঘটে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- ওসমান গণি, কাউসার আহমদ ও তাহের।

এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ জানান, আসামিদের মধ্যে পাঁচজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন;  বাকিরা পলাতক।     

মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালে ৪ সেপ্টেম্বর রাতে খালিয়াজুড়ি উপজেলার আদমপুর গোয়ালবাড়ি গ্রামের কয়েকটি বাড়িতে ডাকাতরা হামলা চালায়।

গ্রামবাসী টের পেয়ে ডাকাতদের ঘেরাও করলে ডাকাতরা গুলি করে। তখন ওই গ্রামের মনোরঞ্জন সরকারের ছেলে চয়ন সরকার ডাকাতদের গুলিতে নিহত হন।

মনোরঞ্জন ওই রাতেই থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ২০১৩ সালের ২৪ জানুযারি ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।     

তাদের মধ্যে একজন বিচার চলাকালে মারা গেলে তাকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয় বলে জানান পিপি প্রদীপ ।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি