ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

বিচ্ছেদে থাকা দম্পতির শিশুর মানসিক বিকাশ ঘটে না  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৯, ২৪ জুলাই ২০১৮

বিচ্ছেদে থাকা দম্পতির শিশুর শারীরিক বিকাশ ঘটলেও মানসিক বিকাশ ঘটে না বলে জানিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে বিচ্ছেদে থাকা নওগাঁ সদর উপজেলার বাংগাবাড়িয়া গ্রামের এক দম্পতির ৮ বছরের শিশুর হেফাজতে থাকার মামলার শুনানিতে দম্পতির উদ্দেশ্যে এমন মন্তব্য করেন।    

আদালতে শিশুর মায়েরপক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী অমিত দাস গুপ্ত। শিশুর বাবারপক্ষে ছিলেন আইনজীবী এএসএম শাহরিয়ার কবির। পরে অমিত দাসগুপ্ত বলেন, আদালত উভয়পক্ষকে পারস্পরিক বোঝাপড়া করতে সময় দিয়েছেন। এ মামলার পরবর্তী আদেশের জন্য ৫ আগস্ট দিন রেখেছেন।

ওইদিন শিশু সাজফা সাজিদাকে(৮) আপাতত মায়ের হেফাজতে রাখার নির্দেশ দেন হাইকোর্ট। তবে তার বাবা সপ্তাহে কমপক্ষে একদিন সন্তানকে দেখতে পারবেন। আর এ সময়ের মধ্যে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব নিরসন করা যায় কিনা সে বিষয়ে উভয়পক্ষকে প্রচেষ্টা চালাতে বলেছে আদালত।

টিআর/এসি   

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি