ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

মধ্যরাতে সাহেদকে নিয়ে অভিযান, অস্ত্র-গুলি-মাদক উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ১৯ জুলাই ২০২০ | আপডেট: ১২:৪৭, ১৯ জুলাই ২০২০

ফাইল ফটো

ফাইল ফটো

রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদকে নিয়ে শনিবার দিবাগত মধ্যরাতে উত্তরায় অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। এসময় তার ব্যক্তিগত গাড়ি থেকে গুলিসহ অস্ত্র পাওয়া যায়। পরে সেখান থেকে পাঁচ বোতল মদ ও ১০ বোতল ফেনসিডিলও উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা ডিবি উত্তরা পশ্চিম থানায় দুটি মামলা করেছে। একটি অস্ত্র আইনে অপরটি মাদক আইনে।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা।

ডিবি পুলিশ জানায়, সাহেদের মামলা ডিবিতে হস্তান্তর হওয়ার পর থেকেই অধিকতর তদন্ত চলছে। তারই ধারাবাহিকতায় উত্তরায় এ অভিযান চালানো হয়।

এ সময় তার ব্যক্তিগত গাড়িটি জব্দ করে পুলিশ। গাড়িতে এক রাউন্ড গুলিসহ অস্ত্র পাওয়া যায়।

করোনা পরীক্ষার নামে প্রতারণার অভিযোগে গত ৬ জুলাই বিকালে রাজধানীর উত্তরা ও মিরপুরে রিজেন্ট হাসপাতাল এবং অফিসে অভিযান চালায় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে হাসপাতাল দুটি সিলগালা করে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় সাহেদের রিজেন্ট হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের।

এরপর ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে র‍্যাব সাহেদকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অস্ত্র, জাল টাকা, প্রতারণাসহ একাধিক মামলা হয়েছে। বর্তমানে সাহেদ ডিবি পুলিশের রিমান্ডে রয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি