ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একাই নির্জন কনডেম সেলের বাসিন্দা মিন্নি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ১ অক্টোবর ২০২০

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

Ekushey Television Ltd.

বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। এ রায়ের পর ফাঁসির দণ্ড মাথায় নিয়ে বরগুনা কারাগারের বাসিন্দা হয়েছেন রিফাত শরীফের স্ত্রী মিন্নি। তাকে থাকতে হচ্ছে একাকি নির্জন কনডেম সেলে। বরগুনা কারাগারে আর কোনো নারী ফাঁসির আসামি না থাকায় মিন্নি একাই হয়েছেন কনডেম সেলের বাসিন্দা।

জানা গেছে, বর্তমানে দেশে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে বিভিন্ন কারাগারের কনডেম সেলের বাসিন্দা ৪৯ জন নারী। যে সেলের সর্বশেষ বাসিন্দা হয়েছেন বরগুনার আয়েশা সিদ্দিকা মিন্নি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রিফাত শরীফ হত্যা মামলার রায় ঘোষণার পর মিন্নিকে বরগুনা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এই কারাগারে আর কোনো নারী ফাঁসির আসামি না থাকায় তিনি একাই হয়েছেন কনডেম সেলের বাসিন্দা।

বরগুনা কারাগারের সুপার মো. আনোয়ার হোসেন জানান, ‘ফাঁসির আসামি হিসেবে তাকে (মিন্নি) কনডেম সেলে রাখা হয়েছে।’

তিনি আরও জানান, এই কারাগারের নারী ইউনিটে ১৯ জন বন্দি ছিল। মিন্নিকে নিয়ে ২০ জন হলো।

উল্লেখ্য, দেশে সবচেয়ে বেশি নারী ফাঁসির আসামি রয়েছে কাশিমপুর মহিলা কারাগারে। এই কারাগারের জেলার হাসনাত জাহান জানান, কারাগারটিতে ২৩ জন ফাঁসির আসামি রয়েছে। কিছুদিন আগে ২৪ জন ছিল, এর মধ্যে একজনের দণ্ড কমে যাবজ্জীবন হয়ে যাওয়ায় এখন ২৩ জন রয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি