ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গৃহবধূকে নির্যাতন: ২ দিনের রিমান্ডে দেলোয়ার

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৫২, ৬ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার হওয়া দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ অস্ত্র আইনের মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে তিন দিনের রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে গত রোববার রাত আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয় দেলোয়ারকে। ওই সময় তাকে তল্লাশি করে একটি পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।

পরে তার দেয়া তথ্যমতে, গতকাল সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জে দেলোয়ারের বাড়িতে অভিযান চালিয়ে র‌্যাব ৭টি তাজা ককলেট ও আরও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। পরে রাতে সিদ্ধিরগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়। 

এআই//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি