ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

পদত্যাগের সিদ্ধান্ত দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ১১ অক্টোবর ২০২০

পদত্যাগ করেছেন অতিরিক্ত এটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। তিনি ছাড়া অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে মুরাদ রেজাও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

এনিয়ে মমতাজ উদ্দিন ফকির গণমাধ্যমকে বলেন, ‘রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্র সলিসিটর কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি।’

তবে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে জানান তিনি। 

প্রসঙ্গত, সম্প্রতি এটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুর পর সরকার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনকে এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি