ফেসবুকে নারী সেজে প্রতারণা : গ্রেফতার ১
প্রকাশিত : ১৪:৩৯, ২১ অক্টোবর ২০২০
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারী সেজে প্রতারণার অভিযোগে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা নরসিংদী জেলার মনোহরদী পৌরসভা বাজার হতে প্রতারক মাসুক মিয়া ওরফে মাসুদকে (২৮) গ্রেফতার করেছে।
এলিট ফোর্স র্যাব-৪ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে সাইবার মনিটরিং সেলের একটি দল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মনোহরদী পৌরসভা বাজার হতে তাকে গ্রেফতার করে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, গ্রেফতারকৃত প্রতারক মাসুক মিয়া সোনিয়া আকতার কেয়া নামে ফেক ফেসবুক আইডি খুলে তানজিম মেহেজাবিন খান স্নেহা নামক মেয়ের ছবি প্রোফাইল পিকচার ব্যবহার করে নিজেকে লন্ডন প্রবাসী পরিচয় দিয়ে বিভিন্ন ছেলেদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বন্ধুত্ব স্থাপন করতো।
সে কখনো ম্যাসেঞ্জারে, আবার কখনো মোবাইলে সরাসরি কন্ঠ পরিবর্তন করে মেয়ে কন্ঠে কথা বলে নিরীহ ভুক্তভোগীদের কাছ থেকে এ পর্যন্ত ১৫ থেকে ২০ লাখ টাকা আত্মসাৎ করেছে।
গ্রেফতারকৃত মাসুক মিয়া এসব অভিযোগের সত্যতা স্বীকার করেছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হচ্ছে।
সূত্র : বাসস
এসএ/
আরও পড়ুন