ফিরছেন না পি কে হালদার
প্রকাশিত : ১০:০৯, ২৫ অক্টোবর ২০২০
তিন হাজার কোটি টাকার বেশি আত্মসাতের পর কানাডায় পাড়ি জমানো পি কে হালদার (প্রশান্ত কুমার হালদার) আজ দেশে আসছেন না। শনিবার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের আইনজীবী মাহফুজুর রহমান মিলন তাকে জানিয়েছেন, পি কে হালদার অসুস্থজনিত কারণে রোববার দেশে আসছেন না। ই-মেইলের মাধ্যমে তিনি সংশ্নিষ্ট প্রতিষ্ঠানের এমডিকে বিষয়টি নিশ্চিত করেছেন। সেই ই-মেইল তাকেও ফরওয়ার্ড করা হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ৮টায় আমিরাত এয়ারলাইন্সের একটি বিমানে পি কে হালদারের দেশে আসার কথা ছিল। সে অনুযায়ী তিনি টিকিটও কেটেছিলেন।
এর আগে গত বুধবার পি কে হালদারকে দেশে ফেরার অনুমতি দিয়ে বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে নিরাপদে দেশে ফিরে কারাগারে আইনের হেফাজতে থেকে যাতে পি কে হালদার পাওনাদারদের টাকা পরিশোধে সহযোগিতা করতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত।
বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এসএ/
আরও পড়ুন