ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ২৬ অক্টোবর ২০২০ | আপডেট: ১৩:৪৬, ২৬ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে আটক করা হয়েছে এক জনকে।

রোববার (২৫ অক্টোবর) রাতে বই কিনে স্ত্রী নিয়ে বাড়ি ফেরার সময় সাংসদ স্টিকারযুক্ত একটি গাড়ি কলাবাগান এলাকায় নৌবাহিনীর ওই কর্মকর্তার মোটর সাইকেলে ধাক্কা দেয়। পরে তিনি মোটরসাইকেল থেকে নেমে নিজের পরিচয় দেন। এরপর কয়েকজন ওই গাড়ি থেকে নেমে তাকে মারধর করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নৌবাহিনীর কর্মকর্তা নিজেকে লেফটেন্যান্ট ওয়াসিম বলে পরিচয় দেন। পরে পুলিশ এসে গাড়ি ও মোটরসাইকেল থানায় নিয়ে যায়।
এএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি