ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১৮ বছর পর শেখ হাসিনার গাড়ি বহরে হামলার বিচার শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ৪ নভেম্বর ২০২০ | আপডেট: ১১:৪৮, ৪ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার ১৮ বছর পর আবারও বিচার শুরু হচ্ছে। 

আজ বুধবার (৪ নভেম্বর) সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক হুমায়ুন কবীরের আদালতে বাদী ও স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হবে।

মামলায় বলা হয়, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালিন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা থেকে ঢাকায় ফেরার পথে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা করে বিএনপি ও জামায়াত জোটের নেতাকর্মীরা। 

এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭০ থেকে ৭৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। পরে আদালতের নির্দেশে এক যুগ পর ২০১৪ সালের ১৫ অক্টোবর কলারোয়া থানায় মামলা রেকর্ড করা হয়। 

মামলায় ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণের পর ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর উচ্চ আদালতে কোয়াশমেন্ট করেন আসামীরা। এরপর চলতি বছরের ২২ অক্টোবর উচ্চ আদালত থেকে মামলাটির স্থগিতাদেশ প্রত্যাহার করে ৯০ দিনের মধ্যে বিচার কার্য শেষ করার নির্দেশ দেয়া হয়।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি