ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কুষ্টিয়ায় হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন 

কুষ্টিয়া প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩০, ১২ নভেম্বর ২০২০

কুষ্টিয়ায় হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আজ বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার কুমারখালী উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের কফিল উদ্দিন শেখের ছেলে আছন আলী শেখ (৩০) এবং লাহিনী পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সেলিম উদ্দিন (৩৫)। এর মধ্যে সেলিম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। 

আদালত সূত্রে জানাযায়, ২০১৩ সালের ২২ অক্টোবর রাতে কুমারখালী উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত. জব্বার মন্ডলের ছেলে আতিয়ার রহমানকে পাওনা টাকা আদায়ে সৃষ্ট দ্বন্দ্বের জেরে পার্শ্ববর্তী ধর্মপাড়া গ্রামের মাঠে গলাকাটা হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের বড় ভাই হাবিবুর রহমান বাদি হয়ে ২৪ অক্টোবর কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। 

দীর্ঘ শুনানি শেষে আজ যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়ে রায় ঘোষণা করেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সাজা দেয়া হয়। এছাড়া আসামি রেজাউল ওরফে রেজার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বে-কসুর খালাস দেন আদালত।  
এআই/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি