ঢাকা, সোমবার   ২০ জানুয়ারি ২০২৫

জঙ্গি আস্তানা সন্দেহে সিরাজগঞ্জে অভিযানে র‌্যাব

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:২৩, ২০ নভেম্বর ২০২০ | আপডেট: ০৯:২০, ২০ নভেম্বর ২০২০

সিরাজগঞ্জের শাহাজাদপুরের উকিলপাড়ায় জঙ্গী আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাব-১২’র একটি দল। আজ শুক্রবার ভোর রাত থেকে উকিলপাড়া মহল্লার শিক্ষক ফজলুল হকের বাড়িতে চলছে র‌্যাব-পুলিশের যৌথ অভিযান।

র‌্যাব-১২ এর এএসপি মো. মহিউদ্দিন মিরাজ ও স্থানীয়রা জানান, শিক্ষক ফজলুল হকের বাড়িতে দীর্ঘ দিন ধরে একজন নারী ভাড়াটিয়া বসবাস করছিল। হঠাৎ গত কয়েক মাস আগে বগুড়া থেকে ২ জন অপরিচিত লোক এখানে এসে বাস করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় র‌্যাব শুক্রবার ভোর রাতে পুরো উকিলপাড়া ঘিরে ফেলে। ভোর সাড়ে ৫টার দিকে শুরু হয় অভিযান। গোলাগুলির শব্দে ঘুম ভাঙ্গে স্থানীয়দের। উৎসুক জনতাও অবস্থান নেয় আশপাশে। 

তবে অভিযান শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি