ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ৮ চিকিৎসককের জামিন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৩, ২২ মে ২০১৭ | আপডেট: ১৪:২২, ৩০ মে ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফিয়া জাহিন চৈতির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা সেন্ট্রাল হাসপাতালের ৮ চিকিৎসককে জামিন দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম তাদের জামিনের আদেশ দেন। আফিয়ার মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেন্ট্রাল হাসপাতালের ৮ জন চিকিৎসকের বিরুদ্ধে মামলা করে। বাদী পক্ষের কোন আইনজীবী না থাকায় আসামীদের পক্ষে আইনজীবী হারুন অর রশীদ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফিয়া জাহিন চৈতি ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলে ক্যান্সারের চিকিৎসা দেয়া হয় বলে অভিযোগ করেন তার স্বজনরা।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি