ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নির্যাতিত তরুণীকে বিয়ে করে জামিন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ২১ ডিসেম্বর ২০২০

ঝালকাঠি আদালত চত্বরে নির্যাতিত তরুণীকে বিয়ে করে জামিন পেয়েছে ধর্ষণ মামলার আসামী নাঈম সরদার। ঝালকাঠির পাবলিক প্রসিকিউটর বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

অবকাশকালীন জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহর নির্দেশে দুইপক্ষের উপস্থিতিতে এ বিয়ে হয়।

জেলার বালিঘোনা গ্রামের আরজু আক্তার গত ৮ নভেম্বর তাকে ধর্ষণ করা হয়েছে জানিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। এরপর আসামীর বাবা ছেলেকে ঝালকাঠি থানায় সোপর্দ করেন।

এরপর জামিন শুনানির সময় আসামী ভিকটিমকে বিয়ের আগ্রহ প্রকাশ করলে এবং নির্যাতিত পক্ষও প্রস্তাবে রাজি হলে আদালত চত্বরেই ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ের নির্দেশ দেন বিচারক।
ভিডিও :

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি