ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ষোড়শ সংশোধনী বাতিলের আপিল শুনানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ২৮ মে ২০১৭ | আপডেট: ১৪:২২, ৩০ মে ২০১৭

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের আপিল শুনানির ৮ম দিনে এ্যামিকাস কিউরি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী এম আমীর-উল ইসলাম ও এম আই ফারুকী।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৭ বিচারপতির বেঞ্চ এ্যামিকাস কিউরিদের  বিভিন্ন যুক্তি তুলে ধরেন। উচ্চ আদালতের বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। বিলটি গেজেট আকারে প্রকাশের পর এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে নয় আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন। পরে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী বাতিল করে রায় দেন হাইকোর্ট।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি