ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সুপ্রিমকোর্ট কর্মকর্তা-কর্মচারি কল্যাণ ট্রাস্টের নির্বাচন স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ৩ ফেব্রুয়ারি ২০২১

সুপ্রিমকোর্টের কর্মকর্তা-কর্মচারি কল্যাণ ট্রাষ্টের ২০২১-২০২২ বর্ষের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। সুপ্রিমকোর্ট কল্যাণ ট্রাস্টের যুগ্ম সিনিয়র ভাইস চেয়ারম্যান ও রেজিস্ট্রার, হাইকোর্ট বিভাগ মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারির কারণে নির্বাচন স্থগিতের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে দেশব্যাপী শারিরীক ও সামাজিক দূরত্ব বজায় রেখে দাপ্তরিক কার্যক্রম চলমান রয়েছে। মহামারির সময়ে এ নির্বাচন অনুষ্ঠিত হলে কোভিড-১৯ বিস্তৃত আকারে সংক্রমণের সম্ভাবনা রয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারি সংগঠনের নির্বাচন সংক্রান্ত কার্যক্রমও করোনা জনিত উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সুপ্রিমকোর্টের কর্মকর্তা-কর্মচারি কল্যাণ ট্রাস্টের নির্বাচনের তারিখ ও সময় জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি