ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নকশা জালিয়াতি: হুমায়ুনসহ চারজনের বিচার শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৩, ১৮ অক্টোবর ২০২১

রাজধানীর বনানীর এফআর টাওয়ার ২৩ তলা পর্যন্ত বাড়াতে নকশা জালিয়াতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন খাদেমসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ সৈয়দ কামাল হোসেন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বিচার শুরু হওয়া অপর আসামিরা হলের, এফআর টাওয়ারের মালিক এসএমএইচআই ফারুক, রূপায়ন গ্রুপের কর্ণধার লিয়াকত আলী খান মুকুল ও রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান।

রাজউকের সাবেক অথরাইজড অফিসার সৈয়দ মকবুল আহমেদ মারা যাওয়া তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিচার শুরু হওয়া চার আসামি জামিনে আছেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিয়ে সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।

এর আগে গত বছরের ২৯ অক্টোবর এফআর টাওয়ারকে ১৫ তলা পর্যন্ত নির্মাণে ইমারত বিধিমালা লঙ্ঘন এবং নকশা জালিয়াতির মাধ্যমে ১৮ তলা পর্যন্ত বাড়ানোর অভিযোগে ২০১৯ সালের ২৫ জুন দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।

মামলাটি তদন্ত করে ওই বছর ২৯ অক্টোবর পাঁচ জনের বিরুদ্ধে একই কর্মকর্তা চার্জশিট দাখিল করেন।

এদিকে, নকশা জালিয়াতি আরেক মামলায় ১৮ আসামির বিরুদ্ধে চার্জ শুনানির দিন ধার্য ছিলো। কিন্তু আসামিপক্ষ চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। আদালত চার্জ শুনানির পরবর্তী তারিখ ১৫ নভেম্বর ধার্য করেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি