ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাম্প্রদায়িক হামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৪, ২৮ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

দেশের ছয় জেলায় সম্প্রতি সংঘটিত সাম্প্রদায়িক হামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জেলাগুলো হলো- কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও রংপুর।

এ সংক্রান্ত একটি রিট আবেদনের প্রেক্ষিতে শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রুলসহ এই আদেশ দেন।

সংশ্লিষ্ট সিএমএম (মুখ্য মহানগর হাকিম) আদালতের বিচারক এবং সিজেএম (চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) কে ঘটনা তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এছাড়া রুলে সাম্প্রদায়িক হামলার এসব ঘটনা প্রতিরোধে স্থানীয় পুলিশ এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দীন।

শারদীয় দুর্গাপূজা চলাকালে কুমিল্লার একটি মণ্ডপে কোরআন অবমাননার খবরে এসব জেলায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির-মণ্ডপ, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি