ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিনহা হত্যা মামলার ৭ম দফার সাক্ষ্যগ্রহণ শুরু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:২১, ১৫ নভেম্বর ২০২১ | আপডেট: ১১:২৫, ১৫ নভেম্বর ২০২১

ওসি প্রদীপসহ এই মামলার আসামিদেরকে পুলিশী ভ্যান থেকে নামিয়ে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে

ওসি প্রদীপসহ এই মামলার আসামিদেরকে পুলিশী ভ্যান থেকে নামিয়ে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে

কক্সবাজারে আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৭ম দফায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার ৬০নং সাক্ষী এসআই কামাল হোসেনের মধ্যদিয়ে বিচারিক কার্যক্রম শুরু হয়।

সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে দশটায় এই মামলার বিচারিক কার্যক্রম কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে শুরু হয়। 

এর আগে সকাল সাড়ে ৯টায় ওসি প্রদীপসহ এই মামলার ১৫ আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে আসা হয়

সিনহা হত্যা মামলায় আজ যারা সাক্ষ্য দিবেন তারা হলেন এসআই মো: কামাল হোসেন, কনস্টেবল মোশারফ হোসেন, সার্জন আয়ুব আলী, পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া, পুলিশ পরিদর্শক এবিএম শামসুদ্দোহা, সহকারী পুলিশ সুপার জামিলুল হক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, সোমবার সিনহা হত্যা মামলার ৭ম দফার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ নেয়া হতে পারে।

উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি