রামপুরায় বাসে আগুন : দুই মামলার আসামি আটশ
প্রকাশিত : ১৫:২৩, ১ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৬:১৩, ১ ডিসেম্বর ২০২১
ঢাকার রামপুরায় বাসের চাপায় শিক্ষার্থী মো. মাঈনউদ্দিনের মৃত্যর জেরে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৮০০ জনকে আসামি করে দুই থানায় দুটি মামলা করেছে পুলিশ।
রামপুরা ও হাতিঝিল থানায় দায়ের করা দুই মামলাতেই ভাঙচুর-অগ্নিসংযোগের জন্য ‘উচ্ছৃঙ্খল ছাত্র-জনতাকে’ দায়ী করা হয়েছে।
মঙ্গলবার রাতে রামপুরা থানার মামলাটি দায়ের করেন এসআই মারুফ হোসেন। সেখানে ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে বলে ওসি মো. রফিকুল ইসলাম জানান।
তিনি বলেন, “শিক্ষার্থী নিহত হওয়ার পর উচ্ছৃঙ্খল জনতা বাসে আগুন ও ভাঙচুর চালায়। আসামি সব অজ্ঞাত। বেআইনিভাবে দলবদ্ধ হয়ে একই উদ্দেশ্যে দাঙ্গা, ভাংচুর, অগ্নিসংযোগ, ও ক্ষতির অভিযোগ আনা হয়েছে মামলায়।”
একই ঘটনায় হাতিঝিল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে অন্য মামলাটি দায়ের করেছেন ওই থানার এসআই একেএম নিয়াজ মোল্লা। সেখানে ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করেছেন তিনি।
মামলার অভিযোগে বলা হয়েছে, “উচ্ছৃঙ্খল ছাত্র জনতা বেআইনি সমাবেশ ঘটিয়ে দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় রাস্তায় চলমান গাড়ি ভাঙচুর ও প্রেট্রোল বোমা দিয়ে গাড়িতে আগুন ও পথচারীকে মারধরের অপরাধ করে।”
এসএ/
আরও পড়ুন