ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আগামী দু’দিন জাপানি মায়ের কাছে থাকবে শিশুরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২২, ১২ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৬:২৫, ১২ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

আগামী দুইদিন দুই শিশু কন্যাকে গুলশানে তাদের মা জাপানি নাগরিক এরিকো নাকানোর বাসায় থাকার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে আগামী ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

রোববার এ আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ। 

এর আগে দুই কন্যা শিশুকে নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে গত ৫ ডিসেম্বর আপিল আবেদন করেন নাকানো এরিকো। এই আবেদনের ওপর শুনানি নিয়ে আপিল বিভাগ রোববার এ আদেশ দেন। আদেশ অনুযায়ী, রোববার রাত ১০টা থেকে মায়ের সঙ্গে থাকবে ওই দুই শিশু।  

এর আগে ওই দুই শিশু কন্যাকে বাংলাদেশে তার বাবার জিম্মায় দিয়েছিলেন হাইকোর্ট। তখন আদালত বলেন, ‘চাইলে জাপানি মা ১০ দিন করে বছরে ৩০ দিন শিশুদের সঙ্গে দেখা করতে এবং তাদের সঙ্গে একান্তে অবস্থান করতে পারবেন।’
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি