ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিনহা হত্যা মামলায় যুক্তিতর্ক শুরু, চলবে ৪ দিন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৮, ৯ জানুয়ারি ২০২২

ওসি প্রদীপসহ এ মামলার ১৫ আসামিকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ

ওসি প্রদীপসহ এ মামলার ১৫ আসামিকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় যুক্তিতর্ক শুরু হয়েছে। প্রথমে রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ফরিদ আলমকে দিয়ে শুরু হওয়া যুক্তিতর্ক চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত।

রোববার সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে যুক্তিতর্ক শুরু হয়। 

এর আগে সকাল নয়টার দিকে আদালতে হাজির করা হয় ওসি প্রদীপসহ এ মামলার ১৫ আসামিকে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এডভোকেট ফরিদুল আলম জানান, ৮ দফায় সর্বশেষ গত ৭ ডিসেম্বর ৮৩ জন সাক্ষির মধ্যে ৬৫ জনের সাক্ষ্যগ্রহণ এবং জেরা সম্পন্ন হওয়ার পর কার্যবিধি ৩৪২ ধারায় আসামিদের বক্তব্য গ্রহণ করেছিল আদালত। একই সাথে আজ ৯ জানুয়ারি রোববার থেকে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত যুক্তিতর্কের জন্য দিন ধার্য্য করেছিল আদালত।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ ঘটনায় ওই বছরের ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার ও বাহারছড়া তদন্ত ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি