ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

দুই কন্যা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে জাপানি মায়ের কাছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ২৩ জানুয়ারি ২০২২

দুই কন্যা জেসমিন ও লায়লাকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জাপানি মা এরিকো নাকানোর কাছে রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে এই সময়ের মধ্যে প্রতিদিন শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন তাদের বাংলাদেশি বাবা ইমরান শরীফ। 

রোববার এই আদেশ দিয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

এ সময় পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বাবা ইমরান শরিফ সন্তানদের সাথে সময় কাটাতে পারবেন। আদালদের অনুমতি ছাড়া সন্তানদের দেশের বাইরে নিয়ে যাওয়া যাবে না। 

চলতি বছরের ফেব্রুয়ারি ওই ২ শিশুকে জাপান থেকে বাংলাদেশে আনে তাদের বাবা। 

মা এরিকোর রিট পিটিশনের রায়ে গত ২১ নভেম্বর হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন, জেসমিন এবং লায়লা তাদের বাবা ইমরান শরীফের সঙ্গে থাকবে এবং তাদের মা এরিকো বছরে ৩ বার তাদের সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন।

হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে শিশুদের তার হেফাজতে চেয়ে আবেদন করেছিলেন জাপানি মা এরিকো।

জাপানি মায়ের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, অ্যাডভোকেট আহসানুল করিম। অন্যদিকে বাংলাদেশি বাবা ইমরান শরীফের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, অ্যাডভোকেট ফাওজিয়া করিম।
এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি