ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

জোড়া হত্যা মামলায় ২ জনের ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ১৬ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৪:৩৬, ১৬ ফেব্রুয়ারি ২০২২

রাজশাহী বাগমারায় ডাবল মার্ডার মামলায় সর্বহারা সদস্য ফারুক ও গফুরের ফাঁসি বহাল বহাল রেখেছে আপিল বিভাগ। সেই সাথে ২ জনের ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে।

বুধবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন। 

কনডেম সেলে থাকা আসামিদের দ্রুত নরমাল সেলে রাখারও আদেশ দেয়া হয়। 

২০০০ সালে গোলাম রাব্বানীসহ দুজনকে হত্যায় ২০০৫ সালে ফারুক, গফুর, বিকাশ, সেতাব, সামান, মন্টুর ফাঁসির আদেশ দেন রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ আদালত। যাবজ্জীবন সাজা দেয়া হয় ৫ জনকে। 

২০১০ সালে হাইকোর্ট ৬ জনের ফাঁসি বহাল রাখেন। খালাস দেয়া হয় যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের। 

এরপর আজ দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি