ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ২৬ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৫:৪৭, ২৬ ফেব্রুয়ারি ২০২২

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৮ শুক্রবার গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে শনিবার বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

গ্রেপ্তাররা হলেন- রাকিব মিয়া (২২), পিয়াস ফকির (২৬), প্রদীপ বিশ্বাস (২৪), মো. নাহিদ রায়হান (২৪), মো. হেলাল (২৪) এবং তূর্য মোহন্ত (২৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ধর্ষণের বিষয়ে তথ্য দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

গত ২৩ ফেব্রুয়ারি রাত ৯টা ৫০ মিনিটের দিকে এ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। 

ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী তার সহপাঠীর সঙ্গে গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। পথে এক অটোরিকশায় তাদের তুলে নেয়া হয়। পরবর্তীতে ৭/৮ জন মিলে তাদেরকে গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুলের নির্মাণাধীন ভবনে নিয়ে সহপাঠীকে মারধর করে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 
এএইচএস/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি