ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অবৈধ ইটভাটা ভেঙ্গে ফেলার নির্দেশ হাইকোর্টের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ১ মার্চ ২০২২ | আপডেট: ১৩:৫৫, ১ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জের সব অবৈধ ইটভাটা ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে এসব অবৈধ ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে ফেলতে বলা হয়েছে। 

মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 

এ আদেশ বাস্তবায়ন করবেন পাঁচ জেলার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।
 
এর আগে উচ্ছেদ কার্যক্রম চালালেও একেবারে ধ্বংস করা বিষয়ে অপরাগতা প্রকাশ করে পরিবেশ অধিদপ্তর। 

শুনানিতে আদালত বলেন, পরিবেশের দিকে না তাকিয়ে দায়িত্ব এড়িয়ে যাওয়ার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে।

পাঁচ জেলার ডিসিরা অবৈধ ইটভাটার তালিকা আদালতে জমা দেন। সে হিসেবে পাঁচ জেলায় ৩শ’র বেশি অবৈধ ইটভাটা রয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি