ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ১৫ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

সয়াবিন তেলসহ প্রয়োজনীয় খাদ্যপণ্য মজুদকারীদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

মঙ্গলবার সকালে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

একইসঙ্গে এ পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে সেই রিপোর্ট চেয়েছে হাইকোর্ট। আগামী ২৬শে এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ওএমএস নীতিমালা অনুযায়ী সারাদেশে চাল, আটা, তেল, পেঁয়াজ ও ডাল রেশন কার্ডের মাধ্যমে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

আইনের ভেতর দিয়ে কাজ চলমান থাকলে এমন পরিস্থিতি হতো না বলেও মন্তব্য করেছে হাইকোর্ট।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি