ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

হোসেনি দালানে হামলা মামলার রায় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩০, ১৫ মার্চ ২০২২

পুরান ঢাকার হোসেনি দালানে বোমা হামলা মামলায় দুই আসামীকে কারাদন্ড দিয়েছে আদালত। খালাস দেয়া হয়েছে ৬ জনকে। মামলাটি তদন্ত করতে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা মারাত্মক ভুল করেছেন বলে রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে।

আশুরার শোক মিছিল পালনের আগের রাতে ২০১৫ সালের ২৪ অক্টোবর, রাজধানীর পুরান ঢাকার হোসনি দালানে বোমা হামলা চালায় জঙ্গিরা। ওই ঘটনায় একজনের মৃত্যু হয়। আহত হয় শতাধিক ব্যক্তি।

ঘটনার পরের দিন চকবাজার থানায় মামলা করে পুলিশ।  তদন্ত শেষে ২০১৬ সালের ২১ এপ্রিল আদালতে জঙ্গি সংগঠন জেএমবির ১০ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পনা বাস্তাবায়নের অংশ হিসেবে এই হামলা চালায় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

২০১৭ সালের ৩১ মে অভিযোগপত্র গ্রহণ করে আদালত। মামলায় রাষ্ট্রপক্ষে ৪৬ জন সাক্ষীর মধ্যে ৩১ জনকে হাজির করা হয়। ৩ মার্চ রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার দিন ধার্য করে আদালত।

আসামীদের উপস্থিতিতে রায় পড়ে শুনান ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইবুনালের বিচারক মজিবুর রহমান। গণমাধ্যমকে একথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্যাহ আবু। 

তিনি বলেন, এটি একটি স্পর্শকাতর মামলা। আর তাদের যদি এধরেনর কর্মকান্ডের পরে দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে অন্যান্য যেসব জঙ্গি সংগঠনগুলো আছে তারা উৎসাহিত হবে। 

মামলার তদন্তে পুলিশ পরিদর্শক শফিউদ্দিন শেখ মারাত্মক ভুল করেছেন। এতে হামলার মূল পরিকল্পনাকারী ও হামলাকারীরা আইনের বাইরে রয়ে গেছেন বলে রায়ের পর্যবেক্ষনে বলা হয়।

আসামাী পক্ষের আইনজীবী ফারুক আহমেদ বলেন, মাননীয় আদালত বলেছেন একটা দূর্ঘটনা হয়েছে এটা সত্য, কিন্তু তদন্তকারী কর্মকর্তাদের ব্যাপক গাফিলতির কারণে এবং সঠিক তদন্তের অভাবে বিজ্ঞ আদালত তাদের খালাস দিয়েছে। আর তদন্তকারী কর্মকর্তাদের বলেছেন যেন সঠিকভাবে যাচাইবাচাই করে তদন্ত করা হয়।

অভিযুক্তদের মধ্যে দুই জন শিশু হওয়ায় তাদের বিচার চলছে শিশু আদালতে।

এমএম/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি