ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টিপু হত্যার পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ২ এপ্রিল ২০২২ | আপডেট: ০৮:৫০, ২ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর শাহজাহানপুরে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার অন্যতম পরিকল্পনাকারী ও টিপুকে অনুসরণকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিলিং মিশনে অংশ নেয়া চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

ঘটনার দিন রাত থেকে ছায়া তদন্তে নামে র‌্যাব। 
 
এ বিষয়ে শনিবার সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

ওই ঘটনায় টিপুর গাড়ীর পাশে থাকা এক রিকশা আরোহী সামিয়া আফরান প্রীতিও নিহত হন‌। পরের দিন ২৫ মার্চ নিহত টিপুর স্ত্রী কাউন্সিলর ফারজানা ইসলাম ডলি বাদী হয়ে অজ্ঞাত নামা ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি