ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাইকোর্টে ৫০ বেঞ্চ গঠন, রোববার থেকে বিচারকাজ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২২, ২ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য ৫০ বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রোববার (৩ এপ্রিল) থেকে এসব বেঞ্চে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ পরিচালিত হবে।

গত ১৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ছিল সাপ্তাহিক ছুটি। সরকার ঘোষিত ছুটি ও অবকাশকালীন ছুটি মিলিয়ে ১৭ দিন পর রোববার খুলছে সুপ্রিমকোর্ট।

ইতোমধ্যে প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৫০টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। এ বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশনা দেয়ার বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, ‘আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, আগামী ৩ এপ্রিল রোববার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত বেঞ্চসমূহ গঠন করা হইলো।’ 

পরে ৫০ একক ও দ্বৈত বেঞ্চের নাম বিচারিক এখতিয়ারসহ উল্লেখ করা হয়েছে।
সূত্র: বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি