ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

২১ বছরেও নিষ্পত্তি হয়নি রমনার বোমা হামলার মামলা (ভিডিও)

শাকেরা আরজু, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ১৩ এপ্রিল ২০২২

২১ বছরেও নিষ্পত্তি হয়নি রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় হত্যা মামলার। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। ঈদের পর উচ্চ আদালতে শুনানির উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। নিম্ন আদালতে এখনও বিচারাধীন বিস্ফোরক আইনের মামলাটি।

২০০১ সালের রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। সুর-সঙ্গীতে মেতে উঠেছেন উৎসবপ্রিয় বাঙালি। হঠাৎ বিস্ফোরণ। নিহত হন ১০ জন সাধারণ মানুষ। আহত হন ২৫ জন।

এ ঘটনায় করা দুটি মামলার মধ্যে হত্যা মামলার রায় হয় প্রায় ১৩ বছর পর ২০১৪ সালের ২৩ জুন। রায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষনেতা মুফতি আবদুল হান্নানসহ আটজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

তবে অন্য একটি মামলায় মুফতি হান্নানের ফাঁসি কার্যকর হওয়ায় এ মামলার দায় থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

এরপর হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য মামলাটি একাধিকবার কার্যতালিকায় এলেও আগায়নি বেশিদূর। করোনায়ও থমকে ছিলো শুনানির প্রক্রিয়া।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, “এই মামলাটি ইতিমধ্যে হয়ে যেত যদি কোভিডের মধ্যে আদালতের স্বাভাবিক কার্যক্রমটা চালু থাকত। কার্যক্রম চালু না থাকায় অনেকগুলো মামলাই শেষ করা যায়নি। যে আদালতে এই মামলাটি ছিল সেই আদালতের বিচারপতি মহোদয় সুপ্রিমকোর্টের আপিল বিভাগে যোগদান করেছেন। যার কারণে মামলাটির নিষ্পত্তি বিলম্বিত হয়েছে। আশা করছি এখন মামলাটির শুনানি হবে এবং এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেব।”

বিস্ফোরক আইনের মামলাটির বিচারকাজ চলছে নিম্ন আদালতে। গত ২১শে মার্চ সাক্ষ্যগ্রহণ শেষ হয়। যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২০ এপ্রিল ধার্য রয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি