ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

হাইকোর্টে একদিনে ১৪৯৮ মামলা নিষ্পত্তির রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ২০ এপ্রিল ২০২২

জামিনের অপব্যবহার না করা এবং রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ২০১৬ সাল থেকে ২০১৯ পর্যন্ত ১ হাজার ৪৯৮টি রুল নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২০ এপ্রিল) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর মধ্যদিয়ে একদিনে মামলা নিষ্পত্তিতে অনন্য রেকর্ড তৈরি করলো বেঞ্চটি।

রায়ের আগে আদালত বলেন, ‘‘১ হাজার ৪৯৮টি মামলার মধ্যে যারা জামিনের অপব্যবহার করেননি, যাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে কোনও অভিযোগ নেই—এমন ক্ষেত্রে রুল যথাযথ ঘোষণা করা হলো। যাদের জামিন বাতিল হয়েছে, তাদের ক্ষেত্রে রুল খারিজ করা হলো।’’

এদিকে আদালত সূত্র জানা গেছে, ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত বিভিন্ন ব্যক্তির জামিন সংক্রান্ত ১ হাজার ৪৯৮টি রুল করোনাভাইরাসসহ নানান কারণে দীর্ঘ দিনেও শুনানি হয়নি। সম্প্রতি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মামলাজট নিরসনের উদ্যোগ নেন। 

তার অংশ হিসেবে দেড় হাজার মামলা নিষ্পত্তির জন্য বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়। সে নির্দেশনার ধারাবাহিকতায় হাইকোর্ট বেঞ্চটি এসব মামলা নিষ্পত্তির মাধ্যমে অনন্য নজির স্থাপন করলেন।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি