ঢাকা, শনিবার   ০১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অর্থ পাচার মামলা: এনু-রুপনসহ ১১ জনের ৭ বছর কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ২৫ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

অর্থ পাচার আইনের মামলায় ক্যাসিনোকাণ্ডে আলোচিত পুরান ঢাকার দুই ভাই এনামুল হক ভূঁইয়া এনু ও রুপন ভূঁইয়াসহ ১১ জনের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৫ এপ্রিল) সকাল ১১টা ৩১ মিনিটে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ মামলাটির রায় পড়া শুরু করেন। রায় পড়া শেষে এ আদেশ দেন তিনি।

এছাড়া ১১ আসামিকে চার কোটি টাকা জরিমানা করেছেন আদালত। সবাইকে মিলে এ টাকা দিতে হবে বলে জানানো হয়। এ টাকা ৬০ কার্যদিবসের মধ্যে দিতে না পারলে আরও ১ বছরের কারাভোগ করতে হবে আসামিদের।

এর আগে সকাল ১০টার কিছু সময় পর এনু-রুপনসহ কারাগারে থাকা ছয়জন আসামিকে আদালতে আনা হয়।বাকি চারজন হলেন- জয়গোপাল সরকার, আবুল কালাম আজাদ, নবীর হোসেন শিকদার ও সাইফুল ইসলাম। এরপর তাদেরকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে ১১টা ২১ মিনিটে আসামিদের এজলাসে তোলা হয়। এসময় জামিনে থাকা তুহিন মুন্সিও আদালতে হাজির হন।

এর আগে গত ৬ এপ্রিল মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। তবে ঢাকা বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন ছুটিতে থাকায় রায় ঘোষণা করা হয়নি। পরে আদালতের ভারপ্রাপ্ত বিচারক মনির কামাল রায় ঘোষণার জন্য ২৫ এপ্রিল দিন ধার্য করেন। গত ১৬ মার্চ মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায়ের জন্য দিন ধার্য করেন আদালত।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি