ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ইভ্যালি গ্রাহকদের কতো টাকা পরিশোধ করেছে জানতে চেয়েছে হাইকোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ২৭ এপ্রিল ২০২২

ইভ্যালির সাবেক এমডি ও চেয়ারম্যান বিকাশ, নগদ ও চেকে বিভিন্ন ব্যক্তিকে কতো টাকা পরিশোধ করেছেন, সেসব তথ্য দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বুধবার ইভ্যালি বোর্ডের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন। ইভ্যালি বোর্ডের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোরশেদ আহমেদ খান।

ই-কমার্স প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল গত ২১ এপ্রিল চেক প্রতারণার ৯ মামলায় জামিন পেলেও আরও মামলা থাকায় কারাগারেই রয়েছেন তিনি। 

তবে সবগুলো মামলায় জামিন পেয়ে ৬ এপ্রিল কারামুক্ত হন সাবেক চেয়ারম্যান রাসেলের স্ত্রী শামীমা নাসরিন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি