ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ওয়েব প্ল্যাটফর্মের নীতিমালার অগ্রগতি জানতে চেয়েছে হাইকোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ১৩ জুন ২০২২ | আপডেট: ১৫:৪০, ১৩ জুন ২০২২

ওটিটি নির্ভর বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে অনৈতিক-আপত্তিকর ভিডিও কনটেন্ট পরিবেশন রোধ, তদারকি ও রাজস্ব আদায়ে চূড়ান্ত নীতিমালার বিষয়ে পদক্ষেপ ও অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দিতে বলেছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। 

আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে আদালতে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পরবর্তী আদেশের জন্য ১৯ অক্টোবর তারিখ ধার্য করেছে আদালত। 

গত জানুয়ারি মাসে চূড়ান্ত নীতিমালার বিষয়ে পদক্ষেপের অগ্রগতি জানিয়ে চার মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এর ধারাবাহিকতায় বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয় থেকে পৃথক খসড়া নীতিমালা আজ আদালতে দাখিল করা হয়। 

নীতিমালা নথিভুক্ত রেখে আদেশ দেয় আদালত।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি