ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এবি ব্যাংকের অর্থ আত্মসাতে ১১ জনকে গ্রেপ্তার না করার ব্যাখা চেয়েছে হাইকোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ১৪ জুন ২০২২ | আপডেট: ১২:৪৬, ১৪ জুন ২০২২

Ekushey Television Ltd.

এবি ব্যাংকের ১৭৬ কোটি টাকা আত্মসাত মামলায় আদালতের নির্দেশের পরও ১১ জনকে কেন গ্রেপ্তার করা হয়নি, দুদক চেয়ারম্যান ও আইজিপির কাছে তার ব্যাখা চেয়েছেন হাইকোর্ট।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এ ব্যাখ্যা চান।

এর আগে ১৭৬ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে এবি ব্যাংকের সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মসিউর রহমান চৌধুরী ও শামীম আহমেদ চৌধুরীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। 

এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে একে অন্যের সহায়তায় জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে জাল কার্যাদেশ প্রস্তুত করে ছয়টি জাল কার্যাদেশের বিপরীতে ১৬৬ কোটি ১৮ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

এ ছাড়া মামলায় উল্লিখিত এবি ব্যাংক কাকরাইল শাখার কর্মকর্তারা প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়া সাতটি অবৈধ ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আরও ১০ কোটি টাকা ঋণ দেন, তা তুলে আত্মসাৎ করেন। সব মিলিয়ে আত্মসাৎ করা টাকার পরিমাণ ১৭৬ কোটি ১৮ লাখ টাকা।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি