ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মা-মেয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি খালাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৬, ২৩ জুন ২০২২

Ekushey Television Ltd.

চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলায় ১৫ বছর ধরে কনডেম সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ইসমাঈল হোসেন বাবু ও সোনাদিকে খালাস দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। 

একইসঙ্গে তাদের দ্রুত কনডেম সেল থেকে মুক্তিরও নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ বেঞ্চ এ রায় দেন।

আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল বশির আহমেদ।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১০ অক্টোবর রাজশাহীর গোদাগাড়িতে খুন হন মিলিয়ারা খাতুন ও তার কন্যা পারভীন। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৮ সালে ইসমাইল, সোনাদি ও তরিকুলকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় বিচারিক আদালত।

ডেথ রেফারেন্স ও আসামি পক্ষের আপিল শুনানি নিয়ে হাইকোর্ট সে রায় বহাল রাখে। 

পরে হাইকোর্টের রায়ের বিষয়ে আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ আজ বৃহস্পতিবার ওই রায় বাতিল করে মৃত্যুদণ্ড থেকে দুজনকে খালাস ও একজনের রায় সংশোধন করে যাবজ্জীবন দিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি