ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

পলাতক তারেক-জোবাইদার রিট খারিজ, মামলা চলবে: হাইকোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ২৬ জুন ২০২২

জোবাইদা ও তারেক রহমান

জোবাইদা ও তারেক রহমান

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলার বৈধতা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, তারেক ও জোবাইদা রহমান পলাতক থাকায় তাদের রিট গ্রহণযোগ্য নয়।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ রোববার (২৬ জুন) এ রায় দেন।

আর এই রায়ের ফলে তারেক ও জোবাইদার বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলতে বাধা নেই বলেই জানিয়েছেন আইনজীবীরা।

প্রসঙ্গত, তাদের ঘোষিত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় দায়ের করা মামলায় তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। 

একই বছর তারেক রহমান ও তার স্ত্রী এই মামলার বিরুদ্ধে পৃথক রিট আবেদন করেন। রিটে জরুরি আইন ও এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করেন তারা। প্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করে মামলার স্থগিতাদেশ দেন। 

সেই রুল জারির ১৫ বছর পর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছর ১৯ এপ্রিল আদালতের কার্য তালিকায় আসে মামলাটি। পরে রুল শুনানির জন্য ২৬ জুন দিন ধার্য্য করেন হাইকোর্ট।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি