ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

অর্থপাচারকারীদের ঋণ পুনঃতফসিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ হাই কোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ২৮ জুন ২০২২ | আপডেট: ১৫:২৪, ২৮ জুন ২০২২

অর্থপাচারকারী ঋণখেলাপিদের ঋণ পুনঃতফশিলের সুবিধা দেয়ার সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংকের ওপর ক্ষোভ প্রকাশ করেছে হাই কোর্ট।

বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি ব্যবস্থা গ্রহণ করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং রাষ্ট্রপক্ষকে আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৮ জুন) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেয়।

দেশের একটি ইংরেজি গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত খবর দেখে হাই কোর্ট স্বপ্রণোদিত হয়ে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয়। 

আদেশে অর্থপাচারকারীদের ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয়ায় আইনের কোনো বিষয় লঙ্ঘন হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখতে বলা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক অর্থপাচারে অভিযুক্ত এক ব্যক্তিকে জাল নথির মাধ্যমে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) থেকে নেওয়া ১৯৯ কোটি টাকার খেলাপি ঋণ পুনর্নির্ধারণ করার অনুমতি দিয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংক জালিয়াতির মাধ্যমে সুরক্ষিত কোনো খেলাপি ঋণ পুনর্নির্ধারণ করতে পারবে না। 

আদেশে আদালত বলে, বাংলাদেশের ব্যাংকের এমন সিদ্ধান্তে অর্থ পাচারকারীরা আরও দুর্নীতি করতে উৎসাহিত হবে।
এএইচএস/ এসএ/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি