ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পদ্মা সেতুর নাট খোলা বাইজীদ রিমান্ড শেষে কারাগারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ৬ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক বানানো বায়েজিদ তালহাকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে শরীয়তপুরের আদালত।

বুধবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক সামসুল আলম তার জামিন আবেদন নাকচ করে এ নির্দেশ দেন।

গত ২৬ জুন পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দিন রেলিংয়ের নাট খোলার ৩৬ সেকেন্ডের একটি ভিডিও টিকটকে ছড়িয়ে পড়ে। ওই দিন সন্ধ্যায় সিআইডির হাতে গ্রেফতার হন এক যুবক। পরে জানা যায়, বায়েজিদ তালহা নামে পরিচিত, তবে তার জাতীয় পরিচয়পত্রের নাম মো. বাইজিদ। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ।

আদালত পুলিশের পরিদর্শক মো. জাহাঙ্গীর জানান, গত ২৭ জুন বাইজীদকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক তাকে ৭ দিনের রিমান্ডে পাঠান।

আসামিপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, “বুধবার আদালতের আদেশে আমরা ক্ষুব্ধ। ন্যায়বিচারের স্বার্থে জজ আদালতে জামিনের আবেদন করব।”
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি