শিক্ষক হত্যা: আদালতে জিতুর স্বীকারোক্তি
প্রকাশিত : ১৬:৪২, ৬ জুলাই ২০২২ | আপডেট: ১৬:৪৯, ৬ জুলাই ২০২২
হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা মামলার প্রধান আসামি আশরাফুল ইসলাম জিতু।
কোর্ট পুলিশের ইন্সপেক্টর মতিয়ার রহমান মিঞা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (০৬ জুলাই) দুপুরে ঢাকা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক রাজিব হাসান আসামির জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, “রিমান্ড শেষে বুধবার আসামি জিতুকে আদালতে তোলা হয়। শিক্ষককে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয় সে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।”
গত ২৫ জুন দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে ওই শিক্ষকের ওপর অতর্কিত হামলা চালিয়ে ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র জিতু। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুন ভোরে শিক্ষক উৎপল কুমার সরকার মারা যান।
এ ঘটনায় নিহতের বড় ভাই অসীম কুমার সরকার আশুলিয়া থানায় মামলা করেন। এই মামলায় গেল বুধবার জিতুকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
এসএ/
আরও পড়ুন