ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে মারুফা আকতারকে অব্যাহতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ৩ আগস্ট ২০২২ | আপডেট: ১২:৪০, ৩ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মারুফা আকতারকে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মারুফা আকতারকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আইন মন্ত্রণালয়ের ২০১৭ সালের ১৯ অক্টোবর ০৯/ সলিসিটর / ২০০৯-৮৬ নং স্মারকে নিয়োগ দেওয়া হয়।

ওই নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ হতে অব্যাহতি দেওয়া হলো।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি