ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

রেলক্রসিংয়ে দুর্ঘটনার তদন্ত চেয়ে রিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ৩ আগস্ট ২০২২

সারা দেশের রেলক্রসিংয়ে সংঘটিত দুর্ঘটনাগুলোর বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে চট্টগ্রাম ও গোপালগঞ্জে রেল দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার (৩ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল মহিউদ্দিন রনির পক্ষে এ রিট দায়ের করেন। রিট আবেদনে রুল জারির আরজি জানানো হয়েছে।

রিটে আইন মন্ত্রণালয় ও রেল মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে রেল দুর্ঘটনার বিষয়ে জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি