ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরের জামিলকে প্রতীক বরাদ্দ দিতে হাইকোর্টের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ৪ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

নাটোর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে জামিল হোসেন মিলনকে প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনে সুযোগ দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ। একইসঙ্গে তার মনোনয়নপত্র বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষের দেয়া সিদ্ধান্ত স্থগিত করেছে আদালত।

মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহ সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মামুন মাহবুব ও অ্যাডভোকেট মো. আরিফ হোসেন।

জেলা পরিষদে ঠিকাদার হিসেবে তালিকাভুক্ত থাকার কারণে গত ১৮ সেপ্টেম্বর জামিল হোসেন মিলনের মনোনয়নপত্র বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা। ২১ সেপ্টেম্বর নির্বাচনের আপিল কর্তৃপক্ষ মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে। এর বিরুদ্ধে ২ অক্টোবর সোমবার হাইকোর্ট বিভাগে রিট করেন জামিল হোসেন মিলন।

গত ২৬ সেপ্টেম্বর নাটোর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাজেদুর রহমান খান পেয়েছেন চশমা প্রতীক। অপরদিকে জাতীয় পার্টির ড. নুরন্নবী মৃধা পেয়েছেন ঘোড়া প্রতীক। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ।

দুজন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৪৪ প্রার্থীকে প্রতীক দেয়া হয়েছে। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি