ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

পেট্রোলিয়াম করপোরেশনের টাকা আত্মসাতের ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ৬ নভেম্বর ২০২২

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ৪৭২ কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মের ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। 

রোববার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ বিপিসি চেয়ারম্যান ও অডিটর জেনারেলকে এই ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন। 

একই সঙ্গে কেন এই টাকা আত্মসাতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি, তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। 

আগামী ২০ নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়েছে। আর প্রতিবেদনগুলো এ সময়ের মধ্যে দাখিল করতে হবে। 

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ হয়, বিপিসিতে ৪৭২ কোটি টাকা অনিয়ম হয়েছে বিগত ৮ বছরে। পরে তা হাইকোর্টের নজরে আনেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি