ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মোবাইল অপারেটর কোম্পানিকে বকেয়া টাকা পরিশোধের আদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ১০ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১২:১৩, ১০ জানুয়ারি ২০২৩

তিন মোবাইল অপারেটর কোম্পানিকে বিটিআরসির পাওনা ২৫০০ কোটি টাকা পরিশোধ করতেই হবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ ১০ বছর আগের কয়েকটি রিট মামলার নিষ্পত্তি করে তিন মোবাইল অপারেটর কোম্পানিকে বিটিআরসির পাওনা ২ হাজার ৫শ’ কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দেন। 

রায়ে গ্রামীণফোনের ১৪শ’ কোটি, রবির ৫শ’ কোটি ও বাংলালিংকের ৬৫০ কোটি টাকা বকেয়া পরিশোধের আদেশ দেয়া হয়। 

অ্যাটর্নি জেনারেল বলছেন, রায়ের কপি পাওয়ার পর টাকা আদায় শুরু করবে বিটিআরসি।

সরকার বেশি ভ্যাট-ট্যাক্স নিচ্ছে মর্মে ২০১২ সালে হাইকোর্টে রিট করে বিদেশি মোবাইল অপারেটর কোম্পানিগুলো। তবে ওই রিটে হেরে যায় ওই তিন কোম্পানি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি