ইবি শিক্ষার্থী নির্যাতনের তদন্ত প্রতিবেদন হাইকোর্টে
প্রকাশিত : ১২:১৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় তদন্ত কার্যক্রম শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটি। এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে হাইকোর্টে।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মনিরুজ্জামান মিল্টন প্রতিবেদনটি হাইকোর্টে জমা দেন।
এর আগে রোববার রেজিস্ট্রার দপ্তর বরাবর প্রতিবেদন পাঠায় তদন্ত কমিটি।
গত ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের হলে দুই দফায় এক নবীন ছাত্রীকে রাতভর নির্যাতন করে ভিডিও ধারণের অভিযোগ উঠে ছাত্রলীগের দুই নেত্রীর বিরুদ্ধে।
ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন ও ছাত্রলীগ কর্তৃক পৃথক তিনটি তদন্ত কমিটি গঠিত হয়। এছাড়া হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা প্রশাসন।
এএইচ
আরও পড়ুন