ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: দু’পক্ষের বিক্ষোভ মিছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ২০ মার্চ ২০২৩

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল করেছে দু পক্ষ।

সোমবার দুপুরে বার ভবনের সামনে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি পন্থী নীল দলের আইনজীবীরা। এসময় তারা কালো পতাকা নিয়ে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ দাবি করে।

একই সঙ্গে আওয়ামী পন্থী সাদা দলের আইনজীবীরাও এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। 

এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই, হামলা-ভাঙচুরের মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপি সমর্থিত সভাপতি ও সম্পাদক প্রার্থী মাহবুব উদ্দিন খোকন এবং মো. রুহুল কুদ্দুস কাজল। 

বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. বজলুর রহমানের বেঞ্চ এ দুই আইনজীবীসহ ১৩ জনকে আগাম জামিন দেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি